আশাশুনিতে আ'লীগের মনোনীত সাতক্ষীরা-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী ডা: আ.ফ.ম রুহুল হকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের নসিমাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা: আ.ফ.ম রুহুল হক এমপি'র পক্ষে নির্বচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু। বিশিষ্ট সমাজ সেবক ওয়ার্ড আ'লীগের সভাপতি আনারুল হক গাজীর সভাপতিত্ব ও উপজেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বুলু, সাবেক যুবলীগ সভাপতি আ'লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকি, ইউপি সদস্য আবু হাসান, ওলিউর রহমান ওলু, শাহনাজ পারভীন, ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সম্পাদক মেহরাব হোসেন অপি প্রমূখ।
সভায় বক্তাগন বর্তমান সরকারের দীর্ঘ ১৫ বছরের উন্নয়নের ফিরিস্তি উপস্থিত জনগনের কাছে তুলে ধরেন। সাথে সাথে আগামী ৭ জানুয়ারী  দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা: আ.ফ.ম রুহুল এমপিকে আবারও বিজয়ী করার আহবান জানান।
প্রধান অতিথি আগামী ৩০ ডিসেম্বর শনিবার নাকতাড়া-কালিবাড়ী বাজারে রুহুল হক এমপির উপস্থিতিতে জনসভায় যোগ দেয়ার আহবান জানান। পরে সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন জোয়াদ্দারের নেতৃত্বে ৬ নং ওয়ার্ড হাজরাখালী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নির্বচনী পথসভায় মিলিত হয়।
এছাড়া শুক্রবার বিকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কোলায় ইউনিয়ন আ'লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ জাকির়্ হোসেনের নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত হয়। #


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024