গণমাধ্যম কর্মী / সাংবাদিকদের  পেশা ঝুঁকিপূর্ণ । মিডিয়া কর্তৃক আইডি কার্ড ব্যবহার করলেই সাংবাদিক হওয়া যায় না ! সমাজে লুকিয়ে থাকা তথ্য যারা সর্বদা  উদঘাটনের লক্ষে জীবনের ঝুঁকি নিয়ে , কলম ও ক্যামেরার মাধ্যমে আমজনতার নিকট তুলে ধরার  মহান পেশায় নিয়োজিত - তারাই সাংবাদিক  । 


সিনিয়র আর জুনিয়র বলে তফাৎ সৃষ্টি করা ঠিক নয় । জুনিয়র কি সিনিয়র হবে না ?   যিনি এখন সিনিয়র সাংবাদিক তিনি অবশ্যই একদিন জুনিয়র ছিলেন। অনেক সময় দেখা যায়  যে , কিছু কিছু সাংবাদিক বলে থাকেন আমি জুনিয়রদের সঙ্গে সংগঠন করবো না !  এভাবে কাউকে জুনিয়র বলে তিরষ্কার করা সমীচিন নয় । 


সিনিয়ররা যদি জুনিয়ারদের উৎসাহ দেয় , তাহলে তারা সাহসের সাথে অনুসন্ধানমূলক তথ্য সংগ্রহে  ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করবে না। যদি জুনিয়রদের অস্বীকার করা হয় , তাহলে  সকল জুনিয়র / ছোটদেরকে অস্বীকার করা উচিত। বড় কোন টিভি চ্যানেল / অনলাইন মিডিয়া বা বড় কোন পত্রিকার কার্ড নিয়ে  কাজ করাটাই বড় কিছু নয়। সবচেয়ে বড় কথা হলো তথ্য সংগ্রহ ও তথ্য সন্নিবেশিত করে তুলে ধরার কলমিক দক্ষতাই বড় গুণের সাংবাদিকতার পরিচয় । সকলেই একসাথে মিলেমিশে কাজ করাটাই বড় ধরনের প্রাপ্তি ।


আমরা সাধারণত জানি যে , জ্ঞানীরা কখনো অহংকার করে না  ,  অহংকারকারির পতন অবশ্যম্ভাবী । মনে রাখতে হবে জুনিয়রদের দিয়ে সকল কাজ আদায় করা যায় ।


সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিই পারেন সিনিয়র ও জুনিয়র  সকল সাংবাদিকদের নিয়ে অগ্রসর হতে ।    আমার এ লেখা পড়ে সাংবাদিক ভাইদের মনে আঘাত লাগে , তাহলে আমাকে জুনিয়র হিসেবে সিনিয়রগণ ক্ষমা চোখে দেখবেন ।


সকলের নিরন্তর শুভকামনাঃ

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

সভাপতি 

সেনবাগ উপজেলা প্রেসক্লাব

সেনবাগ , নোয়াখালী।

মোবাইল: ০১৭১১-০১১ ৯৩২

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024