|
Date: 2023-12-23 15:52:19 |
হারিয়ে যেতে চাই
কোনো অজানায়
কোনো এক মেঘলা বিকেলে,
ভিজতে চাই
ভালোবাসার বৃষ্টিতে
তুমি আমার সঙ্গ দিলে।
বাতাস আসুক আবার
বয়ে যাবো
অপেক্ষার প্রহরে,
ভুল করে আরও একবার
চলে যাবো তুমার
পুরনো শহরে।
জোৎস্নার রাত্রিতে
চাঁদের ঝিলিমিলি দিয়ে
সাজাবো এক নতুন বাসরের উৎসব,
হারিয়ে যেতে চাই সেই খানে
যেখানে থাকবে না কোনো
কষ্টের কলরব।
তাবিয়া রহমান
প্রাক্তন শিক্ষার্থী, শ্রীনগর সরকারি কলেজ।
ভাগ্যকূল, শ্রীনগর, মুন্সিগঞ্জ।
© Deshchitro 2024