|
Date: 2023-12-23 16:14:44 |
নদীর বুকে নৌকা যখন
পাল তুলে যায় ভেসে,
নদীর পানি উপছে তখন
কূলের দিকে আসে।
দক্ষিণা হাওয়া কাশফুল
সব তাইরে নাইরে নাচে,
সন্ধ্যা হলে পাখিরা সব
নিরে ফিরে আসে।
সূর্য তখন ডুব দেই ভাই
ঢেউ এর তালে মিশে,
তীরেr দিকে তাবুর ভেতর
প্রদীপগুলো জ্বলে।
জোয়ারে সব ময়লাগুলো
নিচে নেমে আসে,
ভাটার টানে ঢেউয়ের তালে
ময়লাগুলো যাচ্ছে ভেসে।
চাঁদের আলোয় নদীর
পানি সজীব হয়ে উঠে,
ভোরের আলোয় মাঝিরা-সব
পাল তুলে যায় ভেসে৷
রুমানা আক্তার রত্না
মিরপুর, কুষ্টিয়া।
© Deshchitro 2024