শীতের সকাল

রহমত আলী 



শিশির ভেজা দূর্বা ঘাসে
মিষ্টি রোদের আলো
ভোর বিহানে দেখলে পড়ে
মন হয়ে যায় ভালো।

মিষ্টি রোদে শিশির কণা
মুক্তার মত জ্বলে
চারিদিকে কোমল ঘাস
শীতের কথা বলে।

শীত এসেছে শীত এসেছে
শীতের সকাল বেলা
অবুঝ মনটা শীত কালে 
করে দারুণ খেলা।

শীতের সকাল আমার প্রিয়
মনে শান্তি আনে
ভোর বিহানে ঘুম ভাঙলে
তারই কাছে টানে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024