|
Date: 2023-12-24 04:36:51 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মাধাইয়া বাজার, কুটুম্বপুর বাজার ও আশেপাশের ভোটারদের সাথে ঈগল প্রতীকের লিফলেট বিতরণ, কুশল বিনিময় করেন তিনি। এসময় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি ও তার সমর্থকরা।
গণসংযোগে উপস্থিত ছিলেন - চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, শাহাদাত হোসেন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, মোখলেছুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তুহিন, চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সী, মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান অহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক অদুদ মুহুরী, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সেলিম ভুঁইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, কেরনখাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা তাঁতীলীগ আহবায়ক আবদুল হালিম মেম্বার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি।
© Deshchitro 2024