|
Date: 2023-12-24 08:53:36 |
জয়পুরহাটের আক্কেলপুরে হেমার দিয়ে রেল লাইনের স্লিপার ভাঙচুর ও নাট বল্টু খুলে ফেলেছে দূর্বৃত্তরা।
রবিবার (২৪ ডিসেম্বর) ভোররাতে আক্কেলপুর উপজেলার কানপুর এলাকায় রেল লাইনের কয়েকটি স্থানে এ ঘটনা ঘটে।
সকাল ৬ টার দিকে রেল লাইনের পাশে ডিউটিরত আনসার সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবগত করে।
আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাষ্টার খাতিজা খাতুন এর সাথে যোগাযোগ করলে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন।
অপরদিকে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে উক্ত এলাকার রেলওয়ে কর্তৃপক্ষের কেউ তাকে অবগত করেনি।
তবে জয়পুরহাট জেলা আনসার ভিডিপির কমান্ডার মির্জা সিফাত ই-খোদা বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইন সুরক্ষিত রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আনসার ভিডিপির সদস্যরা। তাদেরকে আরো সতর্কতার সাথে দায়িত্ব দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। ঘটনাস্থলে মেরামতের কাজ চলছে।
© Deshchitro 2024