বরিশাল পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয় বিএমপি'র কেন্দ্রীয় রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন আজ ২৪ ডিসেম্বর সকাল ৯টায়।পরিদর্শনকালে তিনি কেন্দ্রীয় রিজার্ভ অফিস এবং রিজার্ভ অফিসের বিভিন্ন শাখা সমূহ- এস্টেট, ট্রেনিং এন্ড ওয়েলফেয়ার ও ভিকটিম সাপোর্ট সেন্টার এর গুরুত্বপূর্ণ বিভিন্ন রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করেন এবং রিজার্ভ অফিস ও তার শাখা-প্রশাখার কার্যক্রম সংক্রান্তে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।এছাড়াও তিনি পরিদর্শন বই এ মন্তব্যসহ স্বাক্ষর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন/ফোর্স) জনাব এস এম কামরুজ্জামান, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার ও বন্দর থানা জনাব প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা জনাব সীমা খানম, রিজার্ভ অফিসার-১ সহ সংশ্লিষ্ট অন্যান্য অফিসার ও ফোর্স।