শীত কম থাকলেও কুয়াশার চাদরে ঢেকে গেছে যশোরের বিভিন্ন উপজেলার মতো অভয়নগরের  মাঠ-ঘাট, প্রান্তর । মধ্যরাত থেকে কুয়াশা পড়তে থাকে সব জায়গায়।

 রবিবার (২৪ ডিসেম্বর) সকালে ঘরের বাইরে এসে অপ্রস্তুত মানুষ মুখোমুখি হয়েছেন তীব্র কুয়াশার। ঘন কুয়াশার কারণে একটু দূরের বস্তুও দৃশ্যমান বোঝা যাচ্ছে না।

এছাড়া কাজে বের হওয়া লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় হুডি ব্যবহার করতে দেখা যায়।এদিকে কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। সূর্যের মুখ কিছুটা দেখা গেলেও সেটি কুয়াশা ভেদ করে আলো ছড়াতে পারেনি খুব একটা।

শীত ও কুয়াশার কারণে বিপাকে পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। কুয়াশা থাকায় গাড়ি চালকদেরও অতিরিক্ত সর্তকতায় থাকতে হচ্ছে। জানা যায় যশোর এলাকায় আজ সকালে ১৫ দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস মধ্যে তাপমাত্রা ছিল। কুয়াশাচ্ছন্ন থাকা সত্ত্বেও খেটে খাওয়া  মানুষ কাজের সন্ধানে ঘর থেকে বের হতে দেখা যায় বিশেষ করে যশোরের জয় খেজুরের রস এই প্রবাদ রয়েছে গোটা যশোর এলাকায়  তাই প্রত্যুষেই কুয়াশা ভেদ করে গাছিদেরকে রস সংগ্রহের জন্য বের হতে দেখা যায়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024