“দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য যা যা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাই করা হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারে এখানে কোনো সমস্যা হবেনা। ভোটারদের কেউ বাধা প্রদান করতে পারবে না। তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। এটা আমারা কথা দিচ্ছি” বলে বিবৃতি দিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক।
২৪ ডিসেম্বর (রোববার) বেলা ৩ ঘটিকায় সারিয়াকান্দি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় বগুড়া ও উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তৌহিদুর রহমান এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে ভোট গ্রহণ কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যও দেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মাহামুদ হাসান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024