|
Date: 2023-12-24 15:30:12 |
জীবন সঙ্গী হিসেবে একজন পুরুষ মানুষ পাওয়ার থেকে... জীবনে একজন সৎ ও ব্যক্তিত্ববান পুরুষ পাওয়া ভীষণ ভাবে জ'রু'রী;
সারাজীবন ভালো থাকার জন্য অ'র্থবান কিংবা বিত্তবান পুরুষ নয়... বরং একজন যত্নবান ও মনুষ্যত্ববোধ সম্পন্ন পুরুষ প্রয়োজন;
আপনার মন খা'রা'প হলে যে মানুষটি সময় দিয়ে আপনার মন ভালো করার চেষ্টা করবে... অ'সু'খে - বি'সু'খে হাসপাতালে ছোটাছুটি ও যত্ন নেওয়ার মাঝেও আপনার সুস্থতা প্রার্থনায় ঈশ্বরের কাছে দু'হাত তুলবে, স্বামী হিসেবে তেমন একজন মানুষ প্রতিটি নারীর জীবনেই খুব দরকার;
এই পৃথিবীতে টি'কে থাকতে গেলে টাকা-পয়সা'র অবশ্যই প্রয়োজন আছে... তাই বলে টাকা-পয়সাই সব নয়, যারা বলে-- "টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়" তাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত মনে হয়! বিল গেটস - ই যথেষ্ট, বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের অন্যতম বিল গেটস এর টাকার অ'ভা'ব না থাকলেও তাঁর ভালোবাসা কিন্তু জানালা দিয়ে পালিয়েছে, আসলে ভালোবাসার রং কারণে - অকারণেই বদলায়, টাকা না থাকাটাই ভালোবাসা পালিয়ে যাওয়ার কারণ হতে পারে না;
সুখে শান্তিতে থাকতে প্রতিটি মেয়ের শুধুমাত্র একটা মানসিক শান্তির ঠিকানা প্রয়োজন... যে ঠিকানায় তাকে রাতের অ'ন্ধকারে ফু'পি'য়ে ফু'পি'য়ে কাঁ'দ'তে হবে না, রাতের পর রাত আকাশের দিকে তাকিয়ে চাঁদ, তারাদের সাথে কথা বলতে বলতে দী'র্ঘ'শ্বা'স ফেলতে হবে না, মুখ থাকতে বো'বা ও চোখ থাকতে অ'ন্ধ হয়ে সব কিছু মেনে নিয়ে সংসার টি'কি'য়ে রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে না;
স্বামী হিসেবে সর্বপরি একজন ভালো বন্ধুর খুব দরকার... যে মানুষটি সংসার জীবনে নিজের একার সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে বরং দুজনে মিলে আলোচনা করে সব সিদ্ধান্ত নিবে, স্ত্রীর অ'পা'র'গ'তা ও ভু'ল গুলোকে সবার সামনে প্রকাশ করে ছোট না করে, নিজের মতো করে শু'ধ'রে নিয়ে সাপোর্ট হয়ে বরাবর ভরসা যোগাবে, যার মধ্যে বাবার ছায়া দেখতে পাওয়া যাবে, যে মানুষটি বাবার মতো মিষ্টি শা'স'নে আগলে রাখার চেষ্টা করবে, স্বামী হিসেবে আসলে এমন একজন বেস্ট ফ্রেন্ডই শুধু প্রয়োজন।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024