নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বৃষ্টির মধ্যেই চলছে কোন রকমে জোড়া তালি দিয়ে রাস্তা সংস্কারের কাজ।মনোহরদী বাজার থেকে মেডিক্যাল রোড পর্যন্ত রাস্তার সংস্কারে কাজে আজ দেখা যায় বৃষ্টির পানি ভর্তি গর্তে নিম্নমানের বিটুমিন ও মালা মাল দিয়ে সংস্কার কাজ করা হচ্ছে, তা ও আবার বৃষ্টির মধ্যে।


এলাকাবাসি বলেন, বৃষ্টির মধ্যে পানি ভর্তি ভাংগা রাস্তা ঠিক করার যে কাজ চলছে তা সরকারি টাকার অপচয় ছাড়া আর কিছুইনা।কিছুদিন পরই রাস্তার আবার আগের বেহাল দশা হবে।তাই এলাকাবাসীর মধ্যে এই সংস্কার কাজ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।


মনোহরদী বাজার থেকে মেডিক্যাল রোড পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘদিন যাবত খুব বেহাল অবস্থায় ছিল। প্রায় পুরো রাস্তা জুড়েই ছোট বড় গর্ত, এছাড়া রাস্তার পিচ উঠে গেছে বেশীর ভাগ জায়গাতেই। এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল এই রাস্তা যেন সংস্কার করা হয়।


মনোহরদী বাজার থেকে মেডিক্যাল মোড় পর্যন্ত রাস্তায় যান চলাচলে যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে।দীর্ঘদিন বেহাল দশায় থাকার পর যখন রাস্তা সংস্কারের টেন্ডার হল।টেন্ডার পাওয়া প্রতিষ্ঠান সংস্কার কাজ শরু হলে দেখা দেয় অনিয়ম।


রাস্তাটি  শিডিউল মোতাবেক সংস্কারে  সঠিক মানের  নির্মান সামগ্রী ও বিটুমিন দিয়ে সংস্কার করার কথা, তা না করে নয়ছয় করে জোড়াতালি দিয়ে কাজ করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সরেজমিন গিয়ে দেখা গেছে সংস্কার কাজের বেহাল দশা, বৃষ্টির মধ্যেই  জোড়াতালি দিয়ে চলছে সংস্কার কাজ।যা সরকারি সম্পদের অপচয় ছাড়া আর কিছুনা।


এলাকাবাসীর দাবী সিডিউল মোতাবেক গুন গত নির্মান সামগ্রীর দিয়ে সঠিক ভাবে এই সংস্কার কাজ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023