আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই-সদর দক্ষিণ) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত (ডাব) প্রতীকের প্রার্থী সিনিয় সাংবাদিক  মোহাম্মদ কামরুজ্জান বাবলু নাঙ্গলকোটে কর্মরত সাংবাদিকদের সাথে  রোববার  দুপুরে নাঙ্গলকোট পৌরসদরের রওশন রফিক একাডেমি মিলনায়তনে  মত বিনিময় সভার নির্বাচনী প্রচারনার শুরু করেন। 


সভায় নাঙ্গলকোট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান বাবলু। 


সাংবাদিক এইচ এম মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে নাঙ্গলকোট শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী,সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ,  দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুস, ক্রীড়া সম্পাদক ও বিএমইউজে সাংগঠনিক শাহাদাত হোসেন, বিএমইউজে যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক আব্দুর রহিম বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম উদ্দিন, সাংবাদিক আবুল খায়ের, সাইফুল ইসলাম, মহিবুল ইসলাম,  রতন মজুমদার, মুকুল মজুমদার, ইলিয়াছ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলমগীর, আবুল কালাম আজাদ, প্রভাষক   ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন,

প্রমুখ।

 মতবিনিময় শেষে আনুষ্ঠানিকভাবে নাঙ্গলকোট পৌরসদরের লোটাস চত্বর এলাকায় ডাব প্রতীকের লিফলেট বিতরণ করা হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024