চট্টগ্রামের হাটহাজারীতে নির্বাচন বর্জন ও অবরোধের সমর্থনে লিফলেট বিতরণের সময় জেলা ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর সদর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রেজাউল করিম বাবু (৩৮), হাটহাজারী পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুনুর রশিদ (৬০), চিকনদন্ডী ইউনিয়ন বিএনপির আহবায়ক সদস্য মো. রফিক (৫০), হাটহাজারী পৌর বিএনপির কর্মী মো. মোস্তফা (৬৫)।

পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় পৌর সদরে নির্বাচন বর্জন ও অবরোধ সমর্থনে লিফলেট বিতরণ করার সময় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, লিফলেট বিতরণের সময় নাশকতার অভিযোগে চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023