নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের পথসভা মঞ্চের দিকে জুতা নিয়ে তেড়ে যাওয়ার অভিযোগে মো. আলাউদ্দিন (৩২) নামের এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে ওই ঘটনা ঘটে।


এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে আলাউদ্দিনের স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়,পথসভার মঞ্চে সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মোরশেদ আলম, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কবিরসহ দলীয় নেতারা বসে ছিলেন। মাইকে বক্তা হিসেবে ব্যবসায়ী গোলাম মোস্তফার নাম ঘোষণা করা হচ্ছিল। এমন সময় সভামঞ্চের সামনে থাকা দলীয় নেতা–কর্মীদের সরিয়ে পেছনের দিক থেকে এক যুবক জুতা হাতে মঞ্চের দিকে তেড়ে যাচ্ছেন। তখন দলীয় নেতা–কর্মীরা তাঁকে ধরে পিটুনি দেন এবং পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। জানা যায় ওই যুবকের নাম মো. আলাউদ্দিন। তিনি সেনবাগের মধ্য কেশারপাড় গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মফিজুর রহমান।


আলাউদ্দিনের চাচাতো ভাই দ্বীন মোহাম্মদ ওরফে দিদার দাবি করেন, তাঁর চাচাতো ভাই আলাউদ্দিন প্রবাসী ছিলেন। মানসিক সমস্যা দেখা দেওয়ায় ৮ থেকে ১০ বছর আগে তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয়,তাকে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মানসিক রোগের চিকিৎসা করানো হলেও,কোনো ফল পাওয়া যায়নি। তিনি প্রায় সময়ই মানুষকে মারধর করেন, গালমন্দ করেন। কিছুদিন আগে তিনি স্থানীয় মসজিদের ইমামকে মারধর করেছিলেন। তাঁর মানসিক অসুস্থতার কাগজপত্র থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মজিদ  বলেন, আলাউদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। পথসভার মঞ্চের কাছে কী ঘটেছিল,তা বিস্তারিত জানেন না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ থাকে যে গত বেশ কয়েক দিন যাবত এই আসনে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ করে আসছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023