|
Date: 2023-12-26 07:40:05 |
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী জাফর আলম চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে তার নির্বাচনী পোস্টার লাগিয়েছেন। আচরণবিধিতে দেয়ালে পোস্টার লাগানো নিষেধ করা হলেও কক্সবাজার ১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা) জাফর আলম আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছেন।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাফর আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা।
তা না হলে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না।
নির্বাচনী আচরণ বিধি পালনের বিষয়ে প্রশাসনের নজরদারি বৃদ্ধি ও যথাযথ ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
© Deshchitro 2024