আজ মঙ্গলবার (২৬) ডিসেম্বর তিনদিন ব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল সাড়ে ১০টায় বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের সমন্বয়ে লিফলেট বিতরন করার পাশাপাশি বিক্ষোভ মিছিল করে করে।ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে আজ থেকে ফের তিন দিনব্যাপী বরিশাল সহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা সহ তফসিল বাতিল ও প্রধান নির্বাচমিশনারের পদত্যাগ,৭ই জানুয়ারী সরকারের প্রহসনমূলক ভোট বর্জনের প্রচারপত্র বিলি ও কর্মসূচি পালন করার এক প্রর্যায়ে বিক্ষোভ মিছিলে রুপ নেয়।
এর আগে নগরীর এনায়েতুর রহমান সড়ক থেকে শুরু করে চকবাজার সড়ক,চকেরপুল ও বাজার রোড এলাকায় পথচারি, বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরন করে একই সাথে নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগের দাবী জানান তারা।