বাংলাদেশ সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের ‘সেনা পরিবার কল্যাণ সমিতি ও লেডিস ক্লাব’ কক্সবাজার অঞ্চলের যৌথ উদ্যোগে দুই হাজার পাঁচ শতাধিক গরীব, অসহায়, হতদরিদ্রের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 


আজ মঙ্গলবার দুপুরে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল মিলনায়তনে এসব শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের সহধর্মীনী নুসরাত মাসুদ।  



এসময় ‘সেনা পরিবার কল্যাণ সমিতি ও লেডিস ক্লাব’ কক্সবাজার অঞ্চলের কর্মকর্তাসহ সেনাবহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024