জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখা-২ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার মেরুরচর ইউনিয়নের মাইছানিরচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ওই গ্রামে দীর্ঘদিন থেকে জুয়া খেলা চলে আসছিলো। ঘটনার খবর পেয়ে জেলা ডিবি শাখা-২ এর উপপরিদর্শক (এসআই) আবু রায়হানের নেতৃত্বে একদল পুলিশ মাইছানিরচর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মাইছানিরচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রং মিয়া (২৫), আব্দুস সামাদ বেপারীর ছেলে ইউনুছ আলী (২৪), ফকির আলীর ছেলে আনারুল ইসলাম (২৮), হুরমুছ আলীর ছেলে আলীর হোসেন (৩৮), আফসার আলীর ছেলে জামান মিয়া (৫৫), খলিলুর রহমানের ছেলে খোরশেদ আলম (৩৮), জামান মিয়ার ছেলে গদা মিয়া (৩০), মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৩২) এবং সহেজ উদ্দিনের ছেলে মানিক আলী (৩৭)। এসময় জুয়া খেলার আসর থেকে কিছু নগদ টাকা ও জুয়া খেলার সঞ্জামসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ।

জামালপুর ডিবি শাখা- এর অফিসার ইনচার্জ (ওসি)  সোহেল রানা বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার জুয়াড়ি। বকশীগঞ্জ থানার জুয়া খেলা নিরোধ আইনে মামলায় জুয়াড়িদের আদালতে সোর্পদ করা হয়েছে।'

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024