আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুর এলাকায় পথসভা ও গণসংযোগ করলেন ড. জান্নাত আরা তালুকদার হেনরী। 

গতকাল মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর ২০২৩) বিকেলে হোসেনপুর এলাকায় বাংলাদেশ আওয়ামিলীগ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে পথসভা ও গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পদ প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী

এসময় ড.জান্নাত আরা হেনরী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আবারো শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমিও সিরাজগঞ্জ-২ আসনের সদর-কামারখন্দ মানুষের উন্নয়ন এবং আপনাদের সেবা করতে পারবো আমরা আগামী ৭ তারিখে সবাই মিলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবো। নৌকাকে বিপুল ভোটে জয়ী করবো ইনশাআল্লাহ। 

এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূইয়া,যুগ্ম-সাধারন সম্পাদক পিয়ার চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার পারভেস লিমন,সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির,সদস্য মিজানুর রহমান দুদু পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক সেলিম আহমেদ ,১১ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম বাবলু, সাধারন সম্পাদক আব্দুল রাজ্জাক,সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য জিহাদ আল ইসলাম। প্রমুখ

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024