|
Date: 2023-12-26 12:56:21 |
কক্সবাজারের উখিয়ার মোছারখোলা মধুরছড়ার গহীন পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরী এলজি উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে
শাহ আলম (৩৮),একই গ্রামের মোঃসিদ্দিকের ছেলে
মোঃ ইব্রাহীম প্রকাশ কালু (৩২)।আটককৃত আসামীদের দুপুরে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়।
মঙ্গলবার(২৬ ডিসেম্বর)ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের মোছারখোলাে মধুরছড়া এলাকার জনৈক শাহ আলমের বাড়ীর সামনে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন ধৃত কালু জিআর-৩৭২/১৪ এর ০৮ (আট) বৎসর সশ্রম কারাদন্ড ও ৫০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামি।
© Deshchitro 2024