নোয়াখালীর সেনবাগে প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক প্রতিবন্ধী ১২ জন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।


বুধবার (১২ অক্টোবর)   দুপুরে আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ার গুলি শিশুদের মাঝে বিতরণ করেন, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান।


এর আগে সেনবাগ প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আজগরের সঞ্চালনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, ইউ আর সি ইন্সট্রাক্টর বলরাম চন্দ্র মজুমদার ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024