|
Date: 2023-12-26 13:30:12 |
শ্যামনগরে মেধাবী শিার্থীদের মধ্যে শিা বৃত্তি প্রদান
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে শেখ নাসির উদ্দীন ট্রাস্ট এর উদ্যোগে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টায় শেখ নাসির উদ্দীন ট্রাস্ট এর স্বত্তাধিকারী নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ডক্টর নার্গিস নাসরিনের অর্থায়নে গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়।
নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিবুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক জি. এম মোজাফফর হোসেন, সহকারী শিক এ. টি. এম নাজমুল হুদা, আব্দুস সালাম, শাহাদাত হোসেন, আব্দুল মজিদ, নুরুল ইসলাম নাসিমা খাতুন, দীপক চন্দ্র গায়েন, সুপদ বিশ্বাস প্রমুখ।
ছবি- শ্যামনগরে গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করছেন ইউএনও নাজিবুল আলম।
© Deshchitro 2024