ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ৩৫ পিস ইয়াবাসহ আরমান মৃধা (২৪) ও মো. তারেক (৪৮) নামে ২ যুবককে আটক করে থানা পুলিশ। উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের প্রধান গেটের সামনে পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। 


আটককৃত আরমান মৃধা দোহার উপজেলার বড় ইকরাশি গ্রামের আলমগীর মৃধার ছেলে এবং মো. তারেক একই উপজেলার নারিশা পশ্চিমচর (লঞ্চঘাট) এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে৷ 


উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদ্বয়’কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানায় পুলিশ৷ 


মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় দোহার থানা পুলিশ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024