পৃথক অভিযান চালিয়ে সাতক্ষীরা দেবহাটার চিহ্নিত মাদক ব্যবসায়ী সহ ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটার দক্ষিণ পারুলিয়ার মৃত মাজেদ মোল্যার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রউফ ওরফে রউফ খোড়া (৫০) ও একই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রুপিয়া খাতুন (৩৫) এবং নওয়াপাড়া ইউনিয়নের সাংবাড়িয়া গ্রামের নূর আলীর ছেলে আব্দুস সালাম (৪৫)।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর রাতের দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম, এএসআই আব্দুর রহমান, এএসআই জাহিদুর রহমান সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024