|
Date: 2023-12-26 16:43:26 |
শ্রীপুরে মিষ্টি কুমড়া চাষ করে সফল্যের ধারপ্রান্তে কৃষক হিরন মিয়া।
গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন সাতখামাইর গ্রামের মোঃ জুলহাস উদ্দিন এর ছেলে হিরন মিয়া চাকরির পাশাপাশি কৃষি কাজ করে আজ তিনি সাফল্যের ধারপ্রান্তে।
হিরন মিয়ার সাথে কথা বলে জানা যায় তিনি একটি কোম্পানি তে চাকরি করেন এর পাশাপাশি করেন কৃষি কাজ। ১ বিঘা জমি কন্টাক্ট নিয়ে ১২ হাজার টাকার উপরে খরচ করে বর্তমান সময়ের জনপ্রিয় সবজি মিষ্টি কুমড়া চাষ করেন। হিরন মিয়া বলেন মূয়রী জাতের মিষ্টি কুমড়া খেতে খুবই মিষ্টি হওয়ায় মানুষের চাহিদাও খুব বেশি। যার ফলে শীত কালীন সময়ে এই সবজি খুব ভালো উৎপাদন হয়।
হিরন মিয়া আরো বলেন মিষ্টি কুমড়ার ফলন ভালো করতে হলে ভালো করে যত্ন নিতে হবে। বিশেষ করে পরাগায়ন করলে ফলন ভালো হয়। মিষ্টি কুমড়া চাষ করে এলাকায় প্রশংসার পাত্র হয়েছেন। হিরন মিয়া আরো বলেন বর্তমান সময়ে সবজি বাজারে যে পরিস্থিতি সব কিছু মিলিয়ে এই মিষ্টি কুমড়া বাজারে খুবই ভালো বিক্রি হবে বলে মনে করছেন।
তবে হিরন মিয়া মনে করেন এই রকম উদ্যোক্তা কৃষক দের জন্য যদি উপজেলা কৃষি অধিদপ্তর থেকে বিভিন্ন সবজির বীজ বরাদ্দ দেওয়া হতো তাহলে আরো ভালো করে কৃষি কাজ করতে পারতেন। তিনি আরো বলেন বাংলাদেশের মাটি খুবই ভালো এবং কৃষি কাজের জন্য উপযোগী, তাই বাংলাদেশ সরকারের কাছ থেকে যদি ভালো অনুদান পাওয়া যায়, তাহলে আরো ভালো করে কৃষি কাজ করতে পারবেন।
© Deshchitro 2024