|
Date: 2023-12-26 17:56:45 |
৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কুড়িগ্রামের ২৯ জন মেধাবী সুপারিশ প্রাপ্ত হয়েছেন। এর মধ্যে উলিপুর উপজেলায় সর্বাধিক ৯ জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তারা হলেন, আদনান আহমেদ - প্রশাসন ক্যাডারে, কে এম রিয়াজ - শিক্ষা ক্যাডারে, শামসুল হুদা শোয়েব- শিক্ষা ক্যাডারে, তালহা সৌরভ - গণপূর্ত ইঞ্জিনিয়ার, আল হাসির গুঞ্জন - কৃষি ক্যাডারে, মেরিনা আক্তার রিনা - কৃষি,দেবাশীষ পাল - লাইভস্টক ক্যাডারে,মোছাঃ লিমা বেগম- শিক্ষা ক্যাডারে, গালিব হাসান - তথ্য ক্যাডার। কুড়িগ্রাম সদরে ৬ জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন।তারা হলেন, প্রকৃতি ইসলাম শশি - পুলিশ ক্যাডারে, মোঃ এ রুহানি - পুলিশ ক্যাডারে, শরিফ মন্ডল - শিক্ষা ক্যাডারে, নিবাস চন্দ্র রায় - শিক্ষা ক্যাডারে, সেলিনা পারভিন মুক্তা - মৎস্য ক্যাডারে, মুনতাসির মামুন শাফি -শিক্ষা ক্যাডার। রাজারহাট উপজেলা থেকে ৪ জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন।তারা হলেন, রেদোয়ানুল হাসান - শিক্ষা ক্যাডারে, ফরহাদ আহমেদ - তথ্য ক্যাডারে, কিংশুক রায় কর ক্যাডারে, নিজামুল হক - কর ক্যাডার।
ভুরুঙ্গামারী উপজেলা থেকে ৩ জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন।তারা হলেন, মোঃ আরাফাত মাহমুদ মিলন - কৃষি ক্যাডারে, ডাঃ মোছাঃ কামরুন্নাহার কেয়া- স্বাস্থ্য ক্যাডারে, রাকিবুল ইসলাম -কারিগরি শিক্ষা ক্যাডার(টেক সিভিল)। ফুলবাড়ী উপজেলা থেকে ২ জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তারা হলেন, আল মাহমুদ খান তুষার - পুলিশ ক্যাডারে, নিত্যানন্দ রায় - শিক্ষা ক্যাডার। নাগেশ্বরী উপজেলা থেকে ২ জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন।তারা হলেন, তারিক বিন আমিন রাফা - এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ক্যাডারে, ৪. (সদর)সেলিম মাহবুব রনি - শিক্ষা ক্যাডার। চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা থেকে ১ জন করে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তারা হলেন যথাক্রমে তাছি-উদ-দৌলা বাপ্পী - প্রাণী সম্পদ (চিলমারী), রুজেল আহমেদ - শিক্ষা (রৌমারি) ও আবদুল্লাহ আল রিপন - শিক্ষা (রাজিবপুর)।
© Deshchitro 2024