◾ বিনোদন ডেস্ক 


শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছে এ প্রজন্মের দুই তারকার প্রেম-বিয়ের গুঞ্জন। তারা হলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও আরশ খান। দীর্ঘদিন ধরেই তারা গোপন প্রণয় চালিয়ে যাচ্ছেন। বিয়ে করেছেন বলেও খবর চাউর হয়েছে।


এদিকে খোঁজ নিতে গিয়ে জানা গেল, বিয়ে এখনো হয়নি তাদের। তবে পারিবারিক আয়োজনেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।


বেশ কিছু ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য জানা গেল। সূত্রগুলোর দাবি, নাটকে জুটি হয়ে কাজ করতে গিয়েই প্রেমে জড়ান এই দুই তারকা৷ তাদের সম্পর্ক শোবিজে ওপেন সিক্রেট৷ 


লুকোচুরি পর্ব শেষ করে তারা দাম্পত্য জীবন শুরু করবেন বলে মানসিকভাবে প্রস্তুত। 


এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে নিরবতা পালন করেছেন তানিয়া-আরশ দুজনই। তবে একটি রেকর্ড হাতে এসেছে প্রতিদিনের বাংলাদেশের এ প্রতিবেদকের। সেখানে তানিয়া ও আরশ দুজনই প্রেমের বিষয়টি স্বীকার করে বলেন পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছেন তারা। 


দুই তারকা বলেন, 'আমাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে এটা সত্যি৷ আমাদের এই সম্পর্কের ব্যাপারে দুজনের পরিবারই অবগত। একটা পরিণতির দিকে যাবো আমরা পারিবারিকভাবেই। বর্তমানে অভিনয়ের ব্যস্ততা যাচ্ছে৷ তাই আরও কিছুদিন সময় নিতে চাই।'


প্রসঙ্গত, ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর সিনেমাতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি থিতু হয়েছেন ছোট পর্দায়।


অন্যদিকে এ প্রজন্মের আলোচিত অভিনেতা আরশ খান৷ কাজ করে যাচ্ছেন নিয়মিত নাটকে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024