আশাশুনি উপজেলার  আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ আফম রুহুল হকের নির্বাচনী জন সভা মঙ্গলবার বড়দলে অনুষ্ঠিত হয়েছে।  বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে এ জন সভা অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নৌকার মাঝি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় সভায়, স্বাগত বক্তব্য রাখেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। সভায় সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমিন, এমপি রুহুল হকের পুত্র প্রকৌশলী জিয়াউল হক সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজোলা আ'লীগের সিনিঃ সহ সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সাহেদ, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, হোসেনুজ্জামান হোসেন, দিপংকর কুমার সরকার দিপ, ওমর ছাকি পলাশ, সাবেক চেয়ারম্যান আঃ আলীম মোল্যা, সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, আব্দুল বাছেত হারুন চৌধুরী, শ্রমিক লীগ সভাপতি ঢালী সামছুল আলম, উপজেলা কৃষক লীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মতিলার সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরঞ্জন ঢালী, সাধারণ সম্পাদক আঃ রহমান ফকির প্রমুখ। ডাঃ রুহুল হক পরে বড়দল ও জামালনগর গীর্জা ও বড়দিন উপলক্ষে অনুষ্ঠানে যোগদান করে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।অপর দিকে আশাশুনি উপজেলার মিত্র তেঁতুলিয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  মিত্র তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দিপের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নির্বাচনে নৌকার প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। ছাত্রলীগ নেতা প্রণয় সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, জেলা যুবলীগ সভাপতি আশিকুজ্জামান রিপন, ইউপি সদস্য উজ্জল মিত্র, উত্তম সরকার, রমজান আলী মোড়ল, মৎস্যজীবি লীগ নেতা আঃ সোবহান, কৃষকলীগ সাধারণ সম্পাদক মিজান, ইউনিয়ন আ'লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুছ আলী সানা, জেলা যুব মহিলা লীগ নেত্রী সীমা সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দীন প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024