গীতিকার, সুরকার ও ছড়াকার শিকদার বাসীর এর কথা এবং সুরে খুব শীঘ্রই অবমুক্ত হতে যাচ্ছে এক গুচ্ছ ইসলামী সংগীত। গানগুলোর বিষয়বস্তু হলো: মরমী, হামদ, নাত ইত্যাদি।


সবগুলো গানের কথা লিখেছেন শিকদার বাসীর নিজেই। পাশাপাশি গানগুলোর সুরও তিনিই করেছেন। তবে ৩টি গানের সুর করেছেন ইশরাক ইব্রাহীম। গানগুলোর মাঝে অর্ধ-সংখ্যক গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিশুশিল্পী আব্দুল্লাহ সাইফ এবং বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কিছু মেধাবী তরুণ ও শিশুশিল্পী। 


বলা বাহুল্য যে, ইতিমধ্যে গানগুলোর অডিও-ভিডিও দেশের চমৎকার কিছু মনোরম দর্শনীয় স্থানে সম্পূর্ণ হয়েছে। ইসলামী গান গুলো প্রকাশ সম্পর্কে জানতে চাইলে শিকদার বাসীর জানান, ২০২৪ সালের জানুয়ারি মাস হতেই এ গানগুলো ইউটিউবের জনপ্রিয় কিছু চ্যানেলে (স্টুডিও ভোকাল, আরাফাহ্ রেকর্ডস, ইসলামিক শক্তি টিভি এবং শিল্পীদের অন্যান্য চ্যানেলে ) ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024