|
Date: 2023-12-27 09:00:17 |
যশোরের অভয়নগরে কোটা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ রাজন শেখ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা দাসপাড়া সংলগ্ন একটি কাঁচা রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাসী করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের হাতে আটক রাজন শেখ বাগদাহ গ্রামের মোহাম্মদ শেখের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পুলিশ ক্যাম্পের আইসি আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গাঁজা বেচাকেনা করার সময় ২০০ গ্রাম গাঁজাসহ রাজন শেখকে হাতেনাতে আটক করা হয়। এব্যাপারে অভয়নগর থানা সূত্রে জানা যায়, বাগদাহ গ্রামে অভিযান চালিয়ে রাজন শেখ নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ী
© Deshchitro 2024