মুন্সি শাহাব উদ্দিন, লোহগাড়া ( চট্টগ্রাম)। 

 হত্যা জঘন্যতম অপরাধ। এমনই এক হত্যা মামলার আসামীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। আটককৃত আসামীর নাম মোঃ রায়হান ( ৩৩)। তার বাড়ী চুনতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিকদার পাড়ায় এবং পিতার নাম আব্দুল শুক্কুর প্রকাশ বান্টু মিয়া। ২৬ ডিসেম্বর মঙ্গলবার রাত ১০ টার দিকে চুনতির লম্বা শিয়া এলাকা হতে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। মোঃ রায়হান চুনতির কৃষক আবু জাহেদ হত্যা মামলার ৪নং এজাহারভুক্ত আসামী। প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে বহুদিন ধরে সে পাহাড়ী এলাকায় আত্বগোপনে ছিল। লোহাগাড়া থানা পুলিশ গোপন সংবাদ প্রাপ্তে অভিযান পরিচালনা করে হাতেনাতে অস্ত্র সহ তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত রায়হান বিভিন্ন অপকর্মের হোতা বলে জানা যায়।তার নামে একাধিক ফৌজদারী মামলা রয়েছে বলে ওসি লোহাগাড়া থানা  জানান। আজ ২৭ ডিসেম্বর বুধবার তাকে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়।    

     ঘটনার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৩০ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় একদল সন্ত্রাসী আবু জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। ঘটনার পর জাহেদের স্ত্রী উর্মি সোলতানা সাদিয়া সাদেকা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। এজাহারে স্থানীয় মোঃ হারুন (৪২), মোঃ জাহেদ (২৮),ওমর ফারুক (৩২) ও মোঃ রায়হানকে (৩৩) আসমি করা হয়। ২০২৩ সালের ৩রা জানুয়ারী সন্ধ্যায় কৃষক আবু জাহেদ চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। নিহত আবু জাহেদ লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সাতগড় নয়া পাড়ার মৃত সাহাব মিয়ার পুত্র।’

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024