|
Date: 2022-10-13 06:58:15 |
লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলার ৩ ডাকাতকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩অক্টোবর) রাত ১২ টা ৩০ মিনিটের দিকে লাখাই উপজেলার বামৈ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাইফুল, লাখাইয়ের মুর্শেদ ও মাধবপুর উপজেলার শাহজাহান।
পুলিশ জানায়, ওই তিনজন বামৈ এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করে গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়ার দিকনির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক ধামসহ একদল পুলিশ সদস্য সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হন।
ওসি নুনু মিয়া জানান, গ্রেফতার প্রত্যেকের নামে থানায় আনুমানিক ৪/৫টি করে মামলা রয়েছে । বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
© Deshchitro 2024