নেত্রকোনা, দুর্গাপুর, কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামি নেতা সুব্র হত্যার আসামী শামিম আত্মসমর্পণ করেছে। গতকাল বিকেলে নেত্রকোনা যুগ্ম আদালতে হাজির হয় এবং আত্মসমর্পণ করেন।

শামিম মিয়া কুল্লাগড়া ইউনিয়নের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

তিনি কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল আওয়ালের ছোট ভাই।

সোমবার রাতে চেয়ারম্যান আবদুল আওয়ালকে বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়। পরদিন বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বুধবার বিকালে প্রধান আসামি শামিম আহমেদ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্গাপুরের ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সুব্রত সাংমা হত্যা মামলায় উল্লেখিত অন্য ১৩ জন আসামিকে গ্রেফতার অভিযান চলছে।


নেত্রকোনা দুর্গাপুর কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর নেতা সুব্রত সাংমা গত ২৯ এ সেপ্টেম্বর দূর্বৃত্তদের হামলার শিকার হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।


অতঃপর ৮ এ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024