|
Date: 2023-12-28 06:42:37 |
আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকাকে জয়ী করতে সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন সিরাজগঞ্জ-২ আসনে (সদর ও কামারখন্দ) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পদ প্রার্থী ড. জান্নাত আরা হেনরী।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে পৌরসভার আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনে সদর ও কামারখন্দ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. জান্নাত আরা হেনরী ইমাম ও মুয়াজ্জিনদের সাথে নির্বাচনী মতবিনিময় সভার সভাপতি, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন ড. জান্নাত আরা হেনরী।
প্রধান অতিথির বক্তব্যে ড. জান্নাত আরা হেনরী বলেন, গত ১৪ বছরে দেশে যত মসজিদ, মাদরাসা, নির্মাণ হয়েছে তা বিগত দিনে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় প্রতিষ্ঠানে যত অনুদান দিয়েছেন, যা কোনো সরকার করেনি। বিগত ৫০ বছর মিলেও তা হবে না। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদরাসা বোর্ড ও মাদরাসা শিক্ষা প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে বিশ্বের দরবারে উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশের সুনাম অনেক বৃদ্ধি পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড কে এম হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি একে এম ড.আব্দুল মমিন সিরাজী, জেলা ইমান সমিতি সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম
© Deshchitro 2024