মহান বিজয় দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে ‘শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর ফাইনালে চাম্পিয়ন হয়েছে জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল।

বুধবার (২৭শে ডিসেম্বর) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—বগুড়ার গাবতলী রক্সি ফুটবল একাডেমি ও জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচের ফলাফল নির্ধারণী গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের প্রথম শটে গাবতলীর গোলরক্ষককে বোকা বানিয়ে গোলবারের বামে বল মেরে গোল করে জয়পুরহাটের আলপি। অপরদিকে, একই কৌশল খাটিয়ে ডানে বল মেরে গোল করে ১-১ সমতায় আনে গাবতলী রক্সি ফুটবল একাডেমির ইলা মনি।

দ্বিতীয় শটে জয়পুরহাটের প্রিয়াঙ্কার গোল ও তহুরার শট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। এতে ২-১ গোলে এগিয়ে থাকে লাল-সবুজ জার্সিধারীরা। আবার, পরবর্তী শটে পপির শট গোল না হয়ে বরং তানিয়ার শট গোল হওয়ায় পুনরায় ২-২ সমতায় থাকে দুই দল।

৪র্থ শটে জয়পুরহাটের ইসরাত জাহান ইশিতা ও গাবতলীর রনি আক্তার গোল করে। ৫ম ও ৬ষ্ঠ শটে জয়পুরহাট আরও দুটি গোল করে। তবে সেই দুটি শটে গাবতলীর সেবা ও সুরধ্বনির লক্ষ্যভ্রষ্ট শটে গোল করতে ব্যর্থ হয় তারা। এতে ৫-৩ ব্যবধানে চূড়ান্ত জয় পায় জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল।

পরে, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন সেরা গোলরক্ষক, সেরা খেলোয়াড় সহ চাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।

টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন গাবতলী রক্সি ফুটবল একাডেমির সুরধ্বনি ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দলের ইসরাত জাহান ইশিতা।

দেবীগঞ্জের শহিদুল ইসলাম শুভর ধারাভাষ্যে প্রধান রেফারি হিসেবে হিসেবে ম্যাচ পরিচালনা করেন—স্মৃতি রাণী ভবানী। এছাড়া সহকারী ম্যাচ রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন—ইমি চিন মারমা (খাগড়াছড়ি) ও ইসরাত জাহান লিজা (ঢাকা)।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024