|
Date: 2023-12-28 08:09:49 |
ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—বগুড়ার গাবতলী রক্সি ফুটবল একাডেমি ও জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচের ফলাফল নির্ধারণী গড়ায় টাইব্রেকারে।
৪র্থ শটে জয়পুরহাটের ইসরাত জাহান ইশিতা ও গাবতলীর রনি আক্তার গোল করে। ৫ম ও ৬ষ্ঠ শটে জয়পুরহাট আরও দুটি গোল করে। তবে সেই দুটি শটে গাবতলীর সেবা ও সুরধ্বনির লক্ষ্যভ্রষ্ট শটে গোল করতে ব্যর্থ হয় তারা। এতে ৫-৩ ব্যবধানে চূড়ান্ত জয় পায় জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল।
পরে, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন সেরা গোলরক্ষক, সেরা খেলোয়াড় সহ চাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন গাবতলী রক্সি ফুটবল একাডেমির সুরধ্বনি ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দলের ইসরাত জাহান ইশিতা।
দেবীগঞ্জের শহিদুল ইসলাম শুভর ধারাভাষ্যে প্রধান রেফারি হিসেবে হিসেবে ম্যাচ পরিচালনা করেন—স্মৃতি রাণী ভবানী। এছাড়া সহকারী ম্যাচ রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন—ইমি চিন মারমা (খাগড়াছড়ি) ও ইসরাত জাহান লিজা (ঢাকা)।
© Deshchitro 2024