নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগকারী খন্দকার রুহুল আমিনের দ্বৈত নাগরিকত্বের কারণে গত কাল বুধবার হাইকোর্ট বিভাগের আদেশে তার মনোনয়ন বাতিল হয়েছে।


চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া গ্রামের জালাল আহম্মদ শেখের ছেলে মো. শফিকুর রহমান বাদী হয়ে হাইকোটে খন্দকার আর আমিনের বিরুদ্ধে আমেরিকার নাগরিক থাকা অবস্থায় হলফ নামায় তা গোপন রাখার বিরুদ্ধে অভিযোগ করেন। হাইকোর্ট ডিভিশন অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে ২৭ ডিসেম্বর প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। নির্বাচন কমিশন তদন্ত প্রতিবেদন জমা দিলে বুধবার তা হাইকোর্ট ডিভিশনে শুনানি হয়। শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি প্রমাণ হওয়ায় নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিন (ঈগল) নির্বাচনে অযোগ্য ঘোষণা করেন। খন্দকার আর আমিনের ঘনিষ্টজনরা জানান, আজ তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024