জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে নির্মিত নৌকা প্রতীকের তোরণ প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে নির্মিত নৌকা প্রতীকের তোরণ ভেঙে ফেলা হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরিদুল হক খান দুলালের নির্বাচনী প্রচারণার লক্ষ্যে উপজেলা শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে স্টেশন মোড় এলাকাসহ উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারের মূল প্রবেশ পথে, টুংরাপাড়া ব্রিজপাড়, চন্দনপুর মোড় এবং কড়ইতলা মোল্লাহ বাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গেটসহ নৌকা প্রতীকের বিশাল তোরণ নির্মাণ করা হয়। নির্মিত ওইসব তোরণে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবিসহ 'নৌকায় ভোট দিন' লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়।

এনিয়ে গতকাল দেশচিত্র পত্রিকার অনলাইন ভার্সনে খবর প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের দৃষ্টি গোচর হয়। পরে প্রশাসনের উদ্যোগে তোরণগুলো ভেঙে দেওয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, 'নির্বচনী প্রচারণায় গেট এবং প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের তোরণ নির্মাণের বিষয়টি আমার জানা নেই।'

কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনের সমর্থক পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর বলেন, 'নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় নির্মিত গেট ও নৌকা প্রতীকে তোরণগুলো প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়েছে।'

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'নির্বাচনী প্রচারণায় গেট কিংবা প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না। এটা আচরণবিধি লঙ্ঘন। কোনো প্রার্থীর পক্ষে গেট কিংবা তোরণ নির্মাণ করার বিষয়ে আইনানুসারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।'


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024