|
Date: 2023-12-29 08:41:44 |
আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটাপড়ে সালমান জোবায়ের (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টায় উপজেলার সান্তাহার স্বাধীনতা মঞ্চের পাশে রেলওয়ে লাইনে এ ঘটনা ঘটে। নিহত সালমান জোবায়ের নওগাঁ সদরের চকএনায়েত গ্রামের স্কুল শিক্ষক আব্দুল মান্নানের ছেলে। সে এবার এইচএসসি পরীক্ষার্থি ছিলেন বলে জানা গেছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টায় সান্তাহার স্বাধীনতা মঞ্চের নিকট ব্রডগেইজ রেললাইনে চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ওই কিশোর ছাত্র নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিবার সূত্র জানায়, সে মোবাইল ফোনে গেমে আসক্ত ছিল। মোবাইল ফোন না পাওয়ায় সে আত্মহত্যা করে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শুক্রবার বেলা ১১ টায় নিহত কলেজ ছাত্র সালমান জোবায়ের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত ছাড়াই স্বজনদেন কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
© Deshchitro 2024