কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও হোসেনপুর  দূর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে র‍্যালীতে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী ইউএনও রাবেয়া পারভেজ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল , মুখলেসুর রহমান হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওহিদুজ্জামান,  

প্রমুখ। এসময় হোসেনপুর ফায়ার স্টেশনের কর্মীরা বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপনের কসরত প্রদর্শন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024