|
Date: 2023-12-29 10:59:14 |
যশোরের অভয়নগরের রাজঘাটের স্বনামধন্য ঐতিহ্যবাহী হযরত হুসাইন মাদ্রাসার উদ্যোগে ২দিনব্যাপী ২৮তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৮ডিসেম্বর) বাদ আছর মাদ্রাসা ময়দানে মাহফিলের প্রথম দিনে প্রধান আলোচক হিসেবে তাফসির করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অন্ধ হাফেজ ক্বারী মাওলানা বাকি বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন বাংলা ভিশন ও বেতার কেন্দ্রের আলোচক মাওঃ এস এস নাইমুল ইসলাম। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার মোহতামিম ডাঃ হুসাইন আহমাদ এর সার্বিক তত্বাবধানে দুই দিনব্যাপী মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার যুগ্ম সম্পাদক মুন্সি আব্দুল মাজেদ, কৃষকলীগ নেতা মিজানুর রহমান আকুঞ্জি, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয়, ব্যবসায়ী আবদুল হারিজ প্রমুখ। মাহফিলে সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষা সচিব কাজী রবিউল ইসলাম। উক্ত মাহফিলে আসরের পর থেকে এলাকাসহ দূর-দূরান্ত থেকে মুসল্লিরা মাদ্রাসা ময়দানে উপস্থিত হয়।
© Deshchitro 2024