|
Date: 2023-12-29 11:04:11 |
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমের ট্রাক প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের ধানহাটিতে ট্রাক প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন সরকার, সাবেক ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধার সন্তান ফকির সাইফুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আরেফিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, ইউপি সদস্য জোসনা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মজিবর রহমান, নলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী ফর্সাসহ ঝিনাইগাতী উপজেলার সকল ব্যাবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সাধারণ ভোটারগণ পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে ট্রাকের প্রচারে অংশ নিচ্ছেন।
© Deshchitro 2024