মাহিয়া মাহিকে জুতা পিটা করতে দেখানো জুতা, নিলামে ২০ হাজার টাকা 


তানোর প্রতিনিধি: রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহি কে জুতা পিটা করতে দেখানো জুতার নিলামে দাম উঠেছে ২০ হাজার টাকা। যা নিশ্চিত করেছেন মাহিয়া মাহিকে জুতা দেখানো জেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান মাহাম। ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান মাহাম দেশচিত্র কে জানান, চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি নির্বাচনে দাঁড়িয়েছেন ভালো কথা, তাই বলে নিজে একজন প্রার্থী হয়ে অন্য প্রার্থীর বিরুদ্ধে মুখে যা খুশি আসছে তাই বলে অপপ্রচার চালাচ্ছেন, এটা কেমন কথা। আমরা আওয়ামী লীগ করি, আমাদের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরী। তার বিরুদ্ধে বেফাঁস বক্তব্য দিয়ে মিথ্যাচার প্রচারের তীব্র নিন্দা জানিয়ে জুতা পিটা করতে চেয়ে ছিলাম। যা রীতিমতো দেশ-বিদেশে আলোচনা সমালোচনার ঝড় উঠেছিলো। এতে করে আমাকে নির্বাচন কমিশন থেকে শোকজ করা হয়েছিল। আমি জবাবও দিয়েছি। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে আমার জুতা টি কিন্তে চাচ্ছেন। গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সেতাবুর রহমান বাবু ২০হাজার টাকা দাম দিয়ে জুতা টি নিতে চাচ্ছেন। ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান মাহাম আরো বলেন, তার ইচ্ছে জুতা টি তিনি সংরক্ষণে রাখবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024