নিরক্ষর কৃষকের ছেলে মাহফুজার এখন বিসিএস ক্যাডার।গত ২৬ ডিসেম্বর বিসিএস এ তিনি শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নুতন অনন্তপুর এলাকার কৌশুল্লার পাড় গ্রামের মোজাম্মেল হক ও লালবানু বেগমের বড় সন্তান মাহফুজার রহমান। বাবা মোজাম্মেল হক নিরক্ষর কৃষক। পড়াশোনার প্রতি তেমন আগ্রহ ছিল না তার। এলাকার লোকজন তাকে বলতো ছেলেকে পড়াশোনা শিখিয়ে কি হবে ? কয়দিন পর কৃষি কাজ করে খেতে হবে। কিন্তু মাহফুজার প্রতিবেশীদের কথায় কর্ণপাত না করে বাবাকে বোঝান, আমাকে পড়ান, আমি ভবিষ্যতে অনেক ভালো করবো। অদম্য এ সন্তান বাড়ীর পাশের দিগল হাইল্যা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা ও কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ -৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হন।পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন। বাবার শস্য বিক্রির টাকায় পড়াশোনার খরচ মেটাতে হিমশিম খেতে হতো তাকে। তাই টিউশনি করে অনেক সময় তাকে চলতে হতো বলে এ প্রতিবেদককে জানান। তিনি আরো জানান, বাবা এত কষ্ট করে কৃষিকাজ করে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে আমাদের সংসার চালান তাই  আমাকে মানুষের মত মানুষ হতে হবে। দিনরাত এ চিন্তাই আমার মাথায় ঘুরপাক খেতো। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি নিয়মিত নামাজ ও পড়াশোনা করতাম।কখনো বেশী রাত জেগে পড়াশোনা করতাম না। আমি কয়েকবার বিসিএস এ চেষ্টা করে এবার সাফল্য পেয়েছি। এখনকার প্রজন্মের জন্য তার আহ্বান নিয়মিত পড়াশোনা করো সাফল্য আসবে।
আমরাও সাফল্যর জন্য তাকে অভিনন্দন জানাই।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024