|
Date: 2023-12-30 06:25:16 |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকার মনোনীত প্রার্থী শাহীন আক্তারকে বিজয় করার লক্ষ্যে টেকনাফ স্থল বন্দরে ব্যবসায়ী ওমর ফারুক সিআইপি, পৌরসভার প্যানেল মেয়র হাফেজ এনামুল হাসানের নেতৃত্বে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে টেকনাফ পৌরসভার ২ নং ওয়ার্ড কুয়েত মসজিদ থেকে এক বিশাল র্যালী বের হয়ে টেকনাফ পৌর শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কাউন্সিলর কোহিনূর আক্তার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কাসেম ভুলু, টেকনাফ পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ প্রমূখ।
© Deshchitro 2024