জয়পুরহাট ০১ আসনে নৌকার প্রার্থীর নেতা-কর্মীদের হুমকি ধামকি ও হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন কাচি মার্কার স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা। 

শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয।  

স্বতন্ত্র প্রার্থী আজিজ মোল্লা বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণার মধ্যেই আমার জনপ্রিয় তাই ঈশ্বার্নিত হয়ে নৌকা মার্কার প্রার্থীর কর্মী সমর্থকরা আমার নেতা-কর্মীদের বিভিন্নভাবে হুমকি ধমকিসহ মারধর করছেন। তারা আমার কাঁচি  মার্কার পোস্টার ছিড়ে ও পুড়ে ফেলছেন। এভাবে চলতে থাকলে ভোটের নামে  প্রহসনের নির্বাচন হবে, যা কারোরই কাম্য নয়। তিনি নির্বাচনের পূর্বেই সকল সন্ত্রাসী ও ক্যাডারদের গ্রেফতারের দাবি জানান। 

এ সময় জয়পুরহাট পৌর কাউন্সিলর জাকির মোল্লা ও হায়দার হোসেন পলাশসহ  স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024