|
Date: 2023-12-30 11:59:11 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভোট চেয়ে গণসংযোগ করেছেন। শনিবারে বিকালে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু”র নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীদরে সাথে নিয়ে তিনি নির্বাচনী গণসংযোগ করেন। এখানে বজারের দিন হওয়ায় সবজি বাজার, মাছ বাজার, মাংসের বাজারসহ বিভিন্ন দোকান এবং হরিজন সম্প্রদায়ের কলোনিতে গিয়ে তিনি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস , সাধারণ সম্পাদক এম. আব্দুল হাকিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্ল্যাসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024