পলাশ থানা পুলিশ কর্তৃক ইয়াসমিন আক্তার রিতা হত্যা মামলার প্রধান আসামী জাহাঙ্গীর আলম (২৩) কেগ্রেফতার করে অদ্য ১৩ অক্টোবর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।


পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াছ এর নেতৃত্বে,  পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক, এসআই মো: লালচাঁন মিয়া, এসআই মো: আরিফ খান ও সঙ্গীয় ফোর্স সহব  গত ১২ অক্টোবর  বিশেষ অভিযান পরিচালনা করেব ঢাকা জেলার বনানী থানা এলাকা হইতে গ্রেফতার করা হয় প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে। 


গত ৭ অক্টোবর পলাশ উপজেলার তারাগাও গ্রামের ব্র‍্যাক অফিসের গেস্ট রুমে ভিতরে ইয়াসমিন আক্তার রিতাকে হত্যা করেছে বলে  স্বীকারোক্তি দিয়েছে প্রধান আসামি জাহাঙ্গীর। ইয়াসমিন আক্তার রিতা কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন শ্রীনগর গ্রামের কবির মিয়ার মেয়ে। 


প্রধান আসামি জাহাঙ্গীর আলম কিশোর গঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন কোদালিয়া পুর্ব পাড়ার বাসিন্দা ওসমান গনির ছেলে। আসামী জাহাঙ্গীর ধারালো ছোরা দিয়ে নৃশংস ভাবে ইয়াসমিন আক্তার রিতাকে পলাশ তারাগাও ব্রাক অফিস গেস্ট রুমে হত্যা করেছে বলে পুলিশের কাছে  স্বীকারোক্তি দিয়েছে।


পলাশ থানা পুলিশ জানিয়েছে অপরাধী যে হোক তাকে আইনের আওয়তায় আনতে বদ্দ বদ্ধপরিকর পলাশ থানা পুলিশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024