বরগুনার তালতলীতে চেক প্রতারণা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আবদুল জলিল (৫২) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার(৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ওসি মো. শহিদুল ইসলাম খান।  এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার কবিরাজ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবদুল জলিল উপজেলার কবিরাজ পাড়া এলাকার  মৃত্যু আবদুল খালেকের ছেলে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, চেক প্রতারণা মামলায় আবদুল জলিলের তিন বছরের কারাদন্ড ও একই সাথে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ডের রায় দেয় আদালত। এর পরেই এতোদিন পালিয়ে ছিলেন আবদুল জলিল। তিনি এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধায় পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তাকে জেলা-কারাগারে পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024