|
Date: 2022-10-13 12:33:45 |
◾ নিউজ ডেস্ক
রাজধানীর শুক্রাবাদে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মো. রিয়াদ ও ইয়াছিন হোসেন সিয়াম নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘বখে যাওয়া’ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি বলেন, ওই তরুণী অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে রূপচর্চার সেবা দিতেন। তিনি গ্রেপ্তারকৃতদের পূর্বপরিচিত নন; বরং তারা ফ্যান্টাসি থেকেই ফেসিয়াল সেবা নেওয়ার জন্য তরুণীকে বাসায় ডেকে ধর্ষণ করে।
ডিসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত তাদের আরেক বন্ধুকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ডিসি এইচ এম আজিমুল হক বিউটিশিয়ানের বরাত দিয়ে বলেন, গত মঙ্গলবার (১১ অক্টোবর) তাসলিমা নামের একজন মহিলা ফেসিয়াল নিতে তাকে ফোন করে ধানমন্ডির শুক্রাবাদে ডাকেন। তিনি সাভার থেকে সেবা দিতে শুক্রাবাদে আসেন। পথিমধ্যে তাসলিমার ভাই পরিচয়ে গ্রেপ্তার রিয়াদ ফোনে বেশ কয়েকবার তার সঙ্গে কথা বলেন। সন্ধ্যায় শুক্রাবাদে আসলে রিয়াদ ওই তরুণীকে তাদের ভাড়া বাসায় নিয়ে যায়। পরে সেখানে সিয়াম ও জিতু নামে রিয়াদের আরও দুই বন্ধু আসে। এরপর ভয়ভীতি দেখিয়ে তারা পালাক্রমে তরুণীকে ধর্ষণ ও মারধর করে। তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়। এরপর তাকে পথে ছেড়ে দেয়। পরে তার স্বামী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি বলেন, ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ ও সিয়ামকে গ্রেপ্তার করে।
এদিকে ধর্ষণের শিকার ওই তরুণীকে ফরেনসিক করান হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডাক্তার বিলকিস বেগম।
© Deshchitro 2024